বাবা হয়ে আল্লাহর শুকরিয়া জানালেন ৬৯ বছর বয়সী রেলমন্ত্রী
ঢাকা: ৬৮ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার দুপুর ২টা ৪৫মিনিটে স্ত্রী হনুফা বেগম ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে রেলমন্ত্রী বলেছেন, মেয়ের বাবা হয়ে তিনি দারুণ খুশি।
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চলতি মাসের শেষ সপ্তাহে রেলমন্ত্রী বাবা হতে পারেন।
১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন। আগামী ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন।
২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লা জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালের ২০ মে । বিয়ের সময় রিক্তার বয়স ছিল ২৯ বছর। এ বিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।