হেফাজত নেতা মুফতি হারুণ রিমান্ডে
নিউজ নাইন২৪ডটকম, চট্টগ্রাম: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ ইজাহারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।
গত বুধবার সিএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক রাকিবুল ইসলাম চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনে মিনান বলেন, “২০১২ সালের মে মাসে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় হারুণ ইজাহারের ১০ দিনের রিমান্ড চেয়েছিল মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা বিভাগ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
হারুণ ইজাহার হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির কারাবন্দি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ জামিনে মুক্তির পর তাকে কারাফটক থেকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঐ মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতল এসিড উদ্ধার করেছিল। ২০১৩ সালের ৯ অক্টোবর মুফতি হারুণ ইজাহারকে আটকের পর এ ঘটনায় দায়ের হওয়া তিনটি এবং পরবর্তীতে নাশকতার ৮টি মামলাসহ মোট ১১টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন আদেশ আসার পর গত মঙ্গলবার তাকে মুক্তি দিয়েছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।