সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৯

এএন-২৬ মডেলের একটি সামরিক উড়োজাহাজ। রয়টার্স ফাইল ছবি

এএন-২৬ মডেলের একটি সামরিক উড়োজাহাজ। রয়টার্স ফাইল ছবি

সিরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান দ্য এএন ২৬ বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হয়েছে। দেশটির উপকূলবর্তী অঞ্চল লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি হামেয়মিমে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনার পর ৩২ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ গণমাধ্যম ৩৯ জন নিহতের তথ্য নিশ্চিত করে।

রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, বিমানটিতে ৩৩ জন সেনা সদস্য এবং ছয়জন ক্রু ছিল। যাদের সবাই সশস্ত্র বাহিনীর সদস্য ছিল। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে রুশ কর্তৃপক্ষ মনে করছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়। তবে কোনো রকমের হামলার শিকার হয়ে ওই দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানায় রুশ বিমান বাহিনী।