সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি রাজশাহীতে
নিউজ নাইন২৪, রাজশাহী: রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল মাত্র ২৪ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ২৩ এপ্রিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীর ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯৭২ সালের ১৮ মে। ওই দিন তাপমাত্রার পারদ ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
শহীদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টায় ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিনের শুরু হয়। ওই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। তবে বেলা ৩টায় তাপমাত্রা এবারের মৌসুমের রেকর্ড স্পর্শ করে। এ সময় বাতাসের আদ্রতা খুবই কম থাকায় তাপমাত্রা অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।