শ্রীলংকায় ভয়াবহ ভূমিধস: ১৩শ’ বাড়িঘর মাটির নিচে, নিখোঁজ ২০০ পরিবার
নিউজ নাইন২৪, ডেস্ক: শ্রীলংকায় গত কয়েকদিনের টানা বর্ষণে ভূমিধসের ঘটনায় মৃত্যুকূপে পরিণত হয়েছে দেশটির পাহাড়ি অঞ্চলগুলো।
বুধবার (১৮ মে) রেড ক্রিসেন্ট জানায়, দেশটিতে টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে দেশটির অরণ্যায়েক এলাকা।
অরণ্যায়েক’-এ ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ‘২০০ পরিবার নিখোঁজ’ রয়েছে বলে স্থানীয় রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এছাড়া এখন পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া নিখোঁজদের উদ্ধারে অনেকটা বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের।
রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় হাত ও হালকা যন্ত্রপাতি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি জানায়, মঙ্গলবার (১৭ মে) দেশটির রাজধানী কলোম্বো থেকে ৭২ কিলোমিটার দূরের একটি গ্রামে ভূমিধসে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, শ্রীলঙ্কায় গত কয়েকদিনের বন্যা ও ভূমিধসের ঘটনায় গুড়িয়ে গেছে ১৩শ’ বাড়ি-ঘর, আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছে অনেকে।
এদিকে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।
সূত্র: গার্ডিয়ান, ছবি: টেলিগ্রাফ