শিশুপার্ক থেকে বাদ দেয়া হচ্ছে জিয়ার নাম
রাজধানীর শাহবাগে শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার দুপুরে তথ্য অধিদফতর-পিআইডির কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলেনে আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ‘শিশুপার্ক’ নামফলক পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে।