স্কুলে স্বরস্বতী পূজা বন্ধের আহ্বান ভারতে!
ডেস্ক: সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আবেদন৷ আর, তার জেরেই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক ৷ একই সঙ্গে ফের উঠছে প্রশ্ন- সংবিধানের বিষয়ে এ দেশের কত শতাংশ নাগরিকের ধারণা স্পষ্ট?
সংবিধানের মর্যাদা অক্ষুণ্ম রাখার ওই আবেদন জানিয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি৷ ওই আবেদনে এমন জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র৷ যে কারণে, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কোনও ধর্মীয় অনুষ্ঠান অসাংবিধানিক বিষয়৷ ওই কারণে, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও বিদ্যালয়ে স্বরস্বতী পুজো করাও অসংবিধানিক বিষয়৷ শুধুমাত্র তাই নয়৷ ওই আবেদনে এমনও জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চশিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে যে সব অনুষ্ঠান আয়োজনের কথা বলা রয়েছে, সেখানে স্বরস্বতী পুজোর উল্লেখ নেই৷
যে কারণে, প্রশাসনের কাছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ওই আবেদনে এমন অনুরোধ রয়েছে, অনুগ্রহ করে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে স্বরস্বতী পুজো বন্ধের নির্দেশ দিয়ে দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করা হোক৷ এবং, সংবিধানের মৌলিক কর্তব্য (৫১-এ ধারা) অনুযায়ী বিজ্ঞান মনস্কতা প্রসারে এগিয়ে আসা হোক৷ ওই সংগঠনের তরফে এই ধরনের আবেদন জানানো হয়েছে পুরুলিয়ার প্রশাসনের কাছে৷ যদিও, এই ধরনের আবেদন যেমন শুধুমাত্র পুরুলিয়ায় নয়৷ তেমনই, ওই সংগঠনের তরফে এই ধরনের আবেদন আবার এই প্রথম-ও নয়৷
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়ার সম্পাদক মধুসূদন মাহাতর কথায়, ‘‘২০০১-এ আমরা পুরুলিয়ার চারটি হাই এবং দু’টি প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের কাছে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ম রাখার আবেদন রেখেছিলাম৷ ওই আবেদনে সাড়া দিয়ে একটি প্রাইমারি স্কুলে স্বরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ৷’’ তবে, এ বার আর স্কুল কর্তৃপক্ষদের কাছে আবেদন জানানো হয়নি৷ কেন? তিনি বলেন, ‘‘পুরুলিয়া জেলার ২০টি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য আমরা ডিএম, এসপি, ডিআই সেকেন্ডারি এবং ডিআই প্রাইমারির কাছে আবেদন করেছি৷ কারণ, প্রশাসনের নির্দেশ ওই সব স্কুলের কর্তৃপক্ষ পালন করবে৷’’
কিন্তু, কী বলছেন পুরুলিয়ার ডিআই অর্থাৎ, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস (সেকেন্ডারি) রাধারানি মুখোপাধ্যায়? শুক্রবার সন্ধ্যার পরে ফোনে তাঁর কাছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ওই আবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে রাধারানি মুখোপাধ্যায় বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে কোনও স্কুলে স্বরস্বতী পুজো বন্ধের নির্দেশ দিতে পারি না৷ আমি একজন সরকারি আধিকারিক৷ সংবিধানের বাইরে যাব কী করে?’’ অন্যদিকে, ওই আবেদনের বিষয়ে এ দিনই সন্ধ্যার পরে ফোনে পুরুলিয়ার ডিআই (প্রাইমারি) সংঘমিত্র মাকুড়ের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘‘আমি এখনও ওই আবেদন দেখিনি৷ না দেখে কিছু বলতে পারব না৷’’ দুই ফেব্রুয়ারি ওই আবেদন করা হয়েছে, এখনও দেখেননি ডিআই (প্রাইমারি)? এই ধরনের প্রশ্নে সংঘমিত্র মাকুড়ের কার্যত বিষয়টি এড়িয়ে যাওয়ার উত্তর, ‘‘আমার কাছে এখনও আসেনি৷’’
শুক্রবার সন্ধ্যার পরে ফোনে যোগাযোগ করা হয় পুরুলিয়ার ডিএম তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে৷ তবে ফোন ধরেন, সেখানকার এডিএমজি অরুণ প্রসাদ৷ কারণ, ডিএম ছুটিতে রয়েছেন বলে জানানো হয়েছে৷ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ওই আবেদনের বিষয়ে অরুণ প্রসাদের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘‘এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না৷ বিষয়টি রাজ্য সরকারকে জানানো হবে৷’’ রাজ্য সরকারকে জানানো হয়েছে? তিনি বলেন, ‘‘না, জানানো হবে৷’’ তবে, মধুসূদন মাহাত বলেন, ‘‘সংবিধানের মর্যাদা অক্ষুণ্ম রাখার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হবে বলে আমরা আশা করছি৷ প্রশাসন যদি নির্দেশ না দেয়, তা হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব৷’’
এই বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীর ঘোষ বলেন, ‘‘আমাদের দেশের সংবিধান অনুযায়ী, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলে-ও ধর্মীয় আচরণ করা যাবে না৷ স্কুলগুলিতে সাধারণত স্বরস্বতী পুজো হয়৷ তাই, সংবিধানের মর্যাদা অক্ষুণ্ম রাখতে আমরা ওই আবেদন করেছি৷ এই ধরনের আবেদনে সাড়া দিয়ে কলকাতার অনেক স্কুলে স্বরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে৷’’
তা হলে, সংবিধানের মর্যাদা অক্ষুণ্ম রাখতে প্রশাসন অর্থাৎ, পুরুলিয়ার ডিএম, ডিআই (সেকেন্ডারি) এবং ডিআই (প্রাইমারি)-এর তরফে কেন ওই ধরনের বক্তব্য? রাধারানি মুখোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে প্রবীর ঘোষ বলেন, ‘‘সংবিধানের বিষয়ে পুরুলিয়ার ডিআই সেকেন্ডারি স্পষ্ট ধারণা নেই বলেই মনে হচ্ছে৷ তাঁর যদি স্পষ্ট ধারণা থাকে, তা হলে, আমার এই মন্তব্য তিনি খন্ডন করুন৷’’ যে কারণে, ফের ফোনে যোগাযোগ করা হয় রাধারানি মুখোপাধ্যায়ের সঙ্গে৷ তবে, তিনি ফোন না ধরায়, এই প্রসঙ্গে তাঁর কোনও বক্তব্য মেলেনি৷