লন্ডনের ক্যামডেন বারার মেয়র হলেন বাংলাদেশি নাদিয়া
নিউজ নাইন২৪, ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ লন্ডনের ক্যামডেন বারা কাউন্সিলের মেয়র পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার ক্যামডেন টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যামডেনের রিজেন্টস পার্ক ওয়ার্ড থেকে নির্বাচিত এই কাউন্সিলরের হাতে মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
নাদিয়ার আগে রিজেন্টস পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, যিনি পরে লন্ডনের কিলবার্ন অ্যান্ড হ্যামস্টেড আসন থেকে এমপি নির্বাচিত হন।
বাবা-মা বাংলাদেশি হলেও নাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা ক্যামডেনেই। কৈশোরেই তিনি সমবয়সী অন্যদের সঙ্গে ক্যামডেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।
এছাড়া সে সময় থেকেই মাদকাসক্তদের সহায়তায় প্রকল্প ও একটি কমিউনিটি সেন্টার ব্যবস্থাপনার সঙ্গে সমাজ কর্মী হিসেবে ভূমিকা রাখেন।
মেয়র হওয়ার পর প্রতিক্রিয়ায় কাউন্সিলর নাদিয়া বলেন, “আমি ক্যামডেনের স্কুলে পড়েছি এবং এখন পর্যন্ত কর্মজীবনে এখানেই কাজ করেছি। ক্যামডেনের মেয়রের ভূমিকা নিতে পেরে আমি গর্বিত।”
এর আগে সমাজকর্মী হিসেবে বিশেষভাবে সক্ষম, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা নাদিয়া মেয়র হয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।