‘গান বাজনার টাকা হারাম’ স্বীকারোক্তি দিয়ে প্রশংসায় ভাসছেন র্যাপার আলী হাসান
ঢাকা: গান বাজনার টাকা হারাম স্বীকার করায় প্রশংসায় ভাসছেন ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে র্যাপ গান গেয়ে রাতারাতি ভাইরাল র্যাপার আলি হাসান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি। আরজে কিবরিয়া উপস্থাপিত নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯০২টি মন্তব্য পড়েছে।
বিষ্ময়কর হলেও সত্য যে, ৯০২টি মন্তব্যের একটি নেতিবাচক কোন মন্তব্য নেই। বরং প্রতিটি মন্তব্যে আলী হাসানের প্রশংসা করা হয়েছে।
টেলিভিশনের সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বাড়ি তৈরি করি। এভাবেই চলতেছি!’
গান নিয়ে এমন মন্তব্যের পরই কথিত সুশীল সমাজের গুটি কতেক কটাক্ষ করলেও অধিকাংশ স্রোতা ও জনগনের প্রশংসা পেয়েছেন গায়ক।