রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ভবন ধস

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় গ্যাস পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে ৪০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই সংখ্যা শুধুই ধারণা। কোনো সরকারি কর্মকর্তা এ ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি। মস্কো টাইমস জানিয়েছে, ধসে পড়া ভবনটিতে ছিল ১০টি এপার্টমেন্ট। তবে নিহত হয়েছেন একজন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জরুরি অবস্থা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছেন।
উক্ত মুখপাত্র আরো জানিয়েছে, ইয়ারো ক্ষোভ শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে আবাসিক ভবনটির পুরোটাই ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।