যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় ভুগছে ও আত্মহত্যা করে মরছে
ডেস্ক: সন্ত্রাসবাদী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১,০০০-এর বেশি নতুন আহত সৈন্যকে চিকিৎসার জন্য যুদ্ধ থেকে ফিরিয়ে নেওয়া হয়।
ফিরে আসাদের মধ্যে ৩৫% সৈন্য মানসিক সমস্যায় ভোগে, ২৭% সৈন্য “মানসিক প্রতিক্রিয়া বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)”-এ আক্রান্ত হয়। বছরের শেষে প্রায় ১৪,০০০ আহত সৈন্যকে চিকিৎসার জন্য ভর্তি করা হতে পারে, যাদের মধ্যে ৪০% মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে।
৪০ বছর বয়সী এলিরান মিজরাহি, চার সন্তানের বাবা, যে ৭ অক্টোবর ২০২৩-এর ঘটনার পর গাজায় মোতায়েন হয়।
সে PTSD-তে ভুগতে শুরু করে এবং পুনরায় মোতায়েন হওয়ার আগেই আত্মহত্যা করে।
তার মা বলেছে:
“সে গাজা থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু গাজা তার মন থেকে বের হয়নি। আর এই মানসিক আঘাতের কারণেই সে পরে মারা গেল।”