ভারত থেকে পাকিস্তানে চা রফতানি বৃদ্ধি
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: পাকিস্তানের সাথে কূটনৈতিক বৈরীতা থাকলেও বাণিজ্যে সুসম্পর্ক বজায় রাখছে ভারত। আর তাই ভারত থেকে পাকিস্তানে চা রফতানি রয়েছে বাড়তির দিকে।
এরই ধারায় চলতি অর্থবছরের (এপ্রিল ’১৫-মার্চ ’১৬) প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) ভারত থেকে পাকিস্তানে ৪৫ লাখ ১০ হাজার কেজি বেশি চা রফতানি হয়েছে। খবর ইকোনমিক টাইমস।
২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে ভারত থেকে পাকিস্তানে ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার কেজি চা রফতানি হয়েছে। এর পরিমাণ গত অর্থবছরের একই সময়ে ছিল ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার কেজি। এদিকে ভারতের চা রফতানি বৃদ্ধির পাশাপাশি এ থেকে আয়ও বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল-জানুয়ারি সময়ে ভারত ১৬ কোটি ৮ লাখ ২০ হাজার কোটি রুপির চা পাকিস্তানে রফতানি করেছে, গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ৬০ শতাংশ বেশি। ওই সময়ে পাকিস্তানে ১০ কোটি ৬ লাখ ১০ হাজার রুপির চা রফতানি করেছিল দেশটি। এছাড়া ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে ভারত থেকে পণ্যটির মোট রফতানি ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ কোটি ৭৪ লাখ ১০ হাজার রুপিতে। গত বছরের একই সময়ে দেশটি থেকে মোট ৩২৪ কোটি ৯ লাখ রুপির চা রফতানি হয়েছিল বলে চা বোর্ড জানিয়েছে।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনকারী দেশের পাশাপাশি অন্যতম ভোক্তা দেশ। দেশটিতে উৎপাদিত সিটিসি জাতের চা মিসর, যুক্তরাজ্যে রফতানি হয়ে থাকে। এছাড়া অন্যান্য জাতের চা ইরাক, ইরান ও রাশিয়ায় রফতানি হয়ে থাকে। চলতি বছর ভারত থেকে পাকিস্তানে কেজিপ্রতি চা ৯৭ দশমিক ৫৮ রুপিতে রফতানি হয়। গত বছর এর মূল্য ছিল ৮৪ দশমিক শূন্য ৫ রুপি।
ভারতের চা বোর্ডের সাম্প্রতিক তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটি থেকে মোট ১৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার কেজি চা রফতানি হয়েছে। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার কেজি চা। ২০১৫-১৬ অর্থবছর কমনওয়েলথভুক্ত দেশসহ যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও শ্রীলংকায় চা রফতানি বেড়েছে।
এদিকে রফতানি বাড়লেও ভারতে কমতির দিকে পণ্যটির উৎপাদন। মূলত বৈরী আবহাওয়ার কারণে চলতি অর্থবছর পণ্যটির উৎপাদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে।
অন্যদিকে অর্থমন্দায় মজুরিজনিত কারণও পণ্যটি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে ভারতের চা শ্রমিকরা অন্যান্য পেশায় ঝুঁকছেন। বছরের জুলাই-অক্টোবরের মধ্যে ভারতে চা পাতা সংগ্রহ শুরু হয়।