বিডিআর বিদ্রোহের বিচার: অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে

ডেস্ক রিপোর্ট:

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ফলে আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।