ফ্রান্সের পর এবার চীনে সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (সোমবার) ভোরে চীন সফরে গেছেন। গতরাতে ফ্রান্স থেকে তেহরানে ফিরেই আবার চীনের উদ্দেশ্যে যাত্রা করেন জারিফ। চীন সফরে তার সঙ্গে রয়েছে একটি শক্তিশালী প্রতিনিধি দল।
চীন সফরে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে কথা রয়েছে। চীন থেকে জাপান ও মালয়েশিয়া সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি পররাষ্ট্রমন্ত্রীর পূর্ব এশিয়া সফরের কর্মসূচির কথা জানিয়েছিলেন।
জারিফ এক টুইটে জানিয়েছেন তার ফ্রান্স সফর গঠনমূলক হয়েছে। ফ্রান্সে তিনি দেশটির প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে জি-সেভেন শীর্ষ সম্মেলনস্থলেও হাজির হন তিনি। তিন দিন ধরে ফ্রান্সে জি-সেভেন শীর্ষ সম্মেলন চলছে।
এবারের সম্মেলনের প্রথম দিন ইরান ইস্যুতে আলোচনা করেছেন করেছেন শীর্ষ নেতারা।
গত কয়েক সপ্তাহ ধরেই ফ্রান্সের সঙ্গে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে ইরানের আলোচনা চলছে।-পার্সটুডে