পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩০ শে অক্টোবর

নিউজ ডেস্ক: সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি আগামী (০২ সাদিস শামসী) ৩০ শে অক্টোবর শুক্রবার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ তথা ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর সংবাদ অনুযায়ী শনিবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৪৪২ হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম মহাপবিত্র রবিউল আউওয়াল শরীফ উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক পর্যালোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
“মাজলিসু রু’ইয়াতিল হিলাল” এর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব প্রতিনিধিগণ পবিত্র রবিউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখতে পাওয়া যায়নি বলে খবর পরিবেশন করেন।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আহলু বাইতে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন- আগামীকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (২১ খমিস) শামসী (১৯ অক্টোবর, খৃ.) ১৪৪২ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ। এবং সে মুতাবিক সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ পালিত হবে আগামী ০২ সাদিস (শামসী), ৩০ অক্টোবর (খৃ.), জুমুয়াবার।