২৬ জুন থেকে পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে : কাদের
ঢাকা: আগামী ২৬ জুন থেকে পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। তবে একই দিনে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে না। ২৬ জুন থেকে সেতুটি সবার জন্য খুলে দেওয়া হবে। কবে থেকে সেতুটি চালু হবে তা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে,” গত বুধবার (৮ জুন) এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন।
বৈঠকে সেতু সংলগ্ন জেলার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতারা অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী উচ্চস্বরে পড়ে শোনান দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
উদ্বোধনের আগের দিন পরীক্ষামূলকভাবে সেতুটি চালু করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “সেই সময়ে হয়তো মানুষ পায়ে হেঁটে এই সেতু পার হতে পারে।
সমাবেশে আসার সময় যাতে কোনো সড়ক দুর্ঘটনা না ঘটে এবং সড়কে কোনো যানবাহন যাতে ওভারটেক না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।