রাজধানীতে ৩০ লাখ টাকার নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও ওষুধ জব্দ, গ্রেফতার মানিক চন্দ্র
ঢাকা: রাজধানীর একটি নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম রিপ্যাকিং কারখানায় যৌথ অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন ও গোয়েন্দা পুলিশ। শনিবার (১ জুন) বিকেলে বাবুবাজারের আলিম মার্কেটের এই কারখানায় বিকাল থেকে সন্ধ্যা অবধি অভিযান চালায় কর্তৃপক্ষ।
অভিযানে কারখানা থেকে আনুমানিক ২০ লাখ টাকার নকল স্ট্রিপ জব্দ করা হয়। এসময় কারখানা মালিক মানিক চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। এছাড়াও মেট্রো মেডিসিন মার্কেটও এ অভিযান পরিচালনা করা করা হয়।
এ সময় নাঈম ফার্মেসি হতে ২৯ প্রকার , শাকিল ব্রাদার্স হতে ১৭ প্রকার , সাহরা ড্রাগস হতে ৪৬ প্রকার , রাজীব এন্টারপ্রাইজ হতে ১৭ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ জব্দ করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়। যেসব ওষুধের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
এই ৬টি দোকানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।