দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী – বিশ্ব জরিপ সংস্থা

বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-উপজাতি-নাস্তিক-ইহুদী সব মিলে ২ ভাগ বলে জানিয়েছে বিশ্ব জরিপ সংস্থা। বিবৃতিতে বলা হয়, বিশ্ব জরিপ সংস্থার প্রাথমিক হিসাবে বর্তমানে দেশের জনসংখ্যা ৪০ কোটির বেশি। এর মধ্যে দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ৬০ লাখ। ইহুদীর সংখ্যা ১৭২ জন। দেশের ৬৪ জেলার প্রথমিক পরিসংখ্যান যাচাই-বাছাই শেষে এমন তথ্য গণমাধ্যমে পাঠিয়েছে সংস্থাটি।

বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই কামাল আজ ২০ ডিসেম্বর, ২০২৪ (শুক্রবার) এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশের দ্বীন ও ধর্মভিত্তিক জনসংখ্যার নতুন এই হিসাব প্রকাশ করেন।

 

বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল বলেন, নব্বই দশকের পূর্ব পর্যন্ত কেউ কেউ জনসংখ্যাকে সমস্যা হিসেবে চিত্রায়িত করলেও বিশ্ব এখন জনসংখ্যাকে সম্পদ ও সম্ভাবনা হিসেবে দেখছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশে জনসংখ্যার হার নিম্নগতি থাকলেও বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে এই বৃদ্ধির হার আরো বেশি। কারণ বাংলাদেশে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ছে। দেশের জন্য এটি খুবই ইতিবাচক। দেশে একসময় মুসলমান ও অন্য ধর্মালম্বীদের অনুপাত ৯০ঃ১০ থাকলেও সেটা বেড়ে এখন ৯৮ঃ২ এ চলে এসেছে। আগামী দশ বছরের মধ্যে এই সংখ্যা ৯৯ঃ১ এ পৌঁছাবে। এছাড়াও সার্বিকভাবে সমগ্র বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

 

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২৪ বিশ্ব জরিপ সংস্থা এক সংবাদ বিবৃতিতে জানিয়েছিল যে, বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে।