জার্মান রাষ্ট্রদূতকে বহিস্কার করলো ভেনেজুয়েলা
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ দুলে জার্মান রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশে দিয়েছে নিকোলাস মাদুরোর সরকার। বুধবার রাষ্ট্রদূত ড্যানিয়েল ক্রিনারকে ভেনেজুয়েলা ত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
কারাকাস বিমানবন্দরে সোমবার ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো অভ্যর্থনা জানিয়েছিলেন ক্রিনারসহ কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূত। এর দুদিনের মাথায় ক্রিনারকে বহিষ্কার করা হলো।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আরিয়েজা এক বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার ‘অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের কারণে’ ক্রেনারকে বহিষ্কারের এ আদেশ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রদূতদের এই তৎপরতা মোটেই গ্রহণযোগ্য নয়; তারা এমন একজন রাজনৈতিক নেতার সঙ্গে জোট বেঁধে ভেনিজুয়েলার ভেতরে কাজ করছেন যিনি চরমপন্থিদের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করছেন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। এ ব্যাপারে জার্মানির জবাব কী হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্য মিত্রদের মধ্যে পরামর্শ চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।