জম্মু-কাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে জম্মু-কাশ্মিরে এক ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ (বুধবার) সকালের ওই ঘটনায় বিমানটির দুই পাইলট নিহত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ঘটনায় গত ২০ দিনে ৫ টি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল।
মিগ-২১ যুদ্ধ বিমানটি শ্রীনগর বিমানবন্দর থেকে উড়েছিল। বিমানটি জম্মু-কাশ্মিরের বাডগামে একটি জমিতে গিয়ে ধ্বংস হলে তাতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই ঘটনায় শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। যাত্রী বিমানগুলোকে সাময়িকভাবে অমৃতসরের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।
ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল তার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও গণমাধ্যমের একটি সূত্র বলছে, বিমানটি টহলদারি চালানোর সময় বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি নীচে নামার সময় কিছুক্ষণের মধ্যে জোরালো আওয়াজ হয় এবং তাঁর পরেই সেটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে।
সূএ: র্পার্সটুডে