গুলশানে জঙ্গি হামলা বিচারে সহয়তার প্রস্তাব আমেরিকার
ডেস্ক: ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে আইএস সৃষ্টিকারী খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সমর্থনে যুক্তরাষ্ট্র এ সহযোগিতার প্রস্তাব দেয়।
শনিবার ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড ডিপার্টমেন্ট স্পোকসপার্সন, ব্যুরো অব পাবলিক অ্যাফেয়ার্স জন কিরবি বলেন, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি এবং ওই হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রচেষ্টায় আমাদের সহায়তার প্রস্তাব দিয়েছি।
এক বিবৃতিতে তিনি ‘ঢাকায় বর্বর সন্ত্রাসী কার্যক্রমের’ কঠোর নিন্দা জানান এবং বিশ অথবা বিশ জনের অধিক নিহত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, এই বর্বর হামলায় নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন।