খালেদা জিয়া অসুস্থ হলেও মনোবল শক্ত: ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার (খালেদা জিয়া) স্বাস্থ্য খুব ভালো নেই, তবে মনোবল অত্যন্ত শক্ত রয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়ে বলেন, সত্যিকার অর্থে তিনি স্বাস্থ্য সমস্যায় পড়েছেন। যদিও এর মধ্যে সরকারের পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ এসেছিলেন। কিছু পরীক্ষার কথা বলেছেন। কিন্তু আমরা মনে করি যারা উনার নিয়মিত চিকিৎসা করতেন তাদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।