একটি মানবিক আবেদন

৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী ইকরা। ডাক্তার হওয়ার ইচ্ছা ছোট বেলা থেকে। নানান সময় স্কুলের নানান পরীক্ষায় রেখেছে তার মেধার প্রতিফলন।
দুই ভাই বোনের মধ্যে ইকরা ছোট। নানা রংগের স্বপ্ন বোনা সেই দুই চোখে আজ অন্ধকারের ছায়া। ইকরার দুইটি কিডনী ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে। ঢাকার কিডনী হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা করার পর কর্তব্যরত ডাক্তার তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেন।
সেই অনুসারে ইকরা গত তিন সপ্তাহ যাবত ইন্ডিয়ার কোলকাতায় ফরটিস হাসপাতালে ভর্তি রয়েছে।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক যত দ্রুত সম্ভব কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দেন।ইকরার মা তার একটি কিডনি দিতে সম্মতি দেন। এবং চিকিৎসক ইকরার মায়ের উপর পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন পর্যন্ত ফলাফল আশানুরূপ হওয়ায় চিকিৎসক টাকার জোগাড় করতে বলেছেন। আনুমানিক ২০লক্ষ(২০০০০০০ টাকা) টাকার প্রয়োজন। যা ইকরার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
গত দুই মাসে সারা বাংলাদেশে ১৪ লক্ষ টাকা জোগাড় হয়েছে। বাকি টাকা যত দ্রুত জোগাড় করা সম্ভব তত তাড়াতাড়ি ইকরার মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব।
সকলের সহায়তায় হয়ত একজন ভবিষ্যত ডাক্তার তার মানবতার মশাল হাতে আলো জ্বালিয়ে।
সাহায্যের জন্য নিম্নোক্ত বিকাশ নাম্বার ও ইকরার পরিবাবের ব্যাংক একাউন্টের নাম্বার দেয়া হলোঃ
বিকাশ নম্বর (ইকরার পরিবারের) ০১৯১৭৪৩০২৩৬/০১৭১২৮৬৯৭৭৬ (পারসোনাল)। l
ব্যাংক একাউন্ট: 1.Ac.shahidul alam . Saving a/ c. 12911. Islami bank kumarkhali branch.
2.Md. Robiul islam, 4030472542300, Ab bank mymansingh branch
3.Mou butics 4127773329000, Port connecting road , Chittagong, AB bank,chitagong branch