‘ইসরাইল পতনের দিকে এগিয়ে যাচ্ছে’

ডেস্ক: নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা ইসরাইল সরকারকে নড়বড়ে অভিহিত করে বলেছেন, দখলদার ইসরাইল ক্রমেই পতন ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেখ “ইব্রাহিম জাকজাকি”, ইরাকের কারবালা শহরে “আল-আকসার আহবান” ব্যানারে আয়োজিত মিছিলে যোগদান করে বলেছেন: “ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র নড়বড়ে হয়ে পড়েছে এবং তারা পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

শেখ “জাকজাকি” ইসরাইলের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেছেন: দখলদার এই শক্তির পতন শুরু হয়েছিল “আকসা তুফান” অভিযান শুরুর পর থেকে এবং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায়, ইসরাইলের ধ্বংস অতি সন্নিকটে। এটা কেবল আশাবাদ নয় বরং ইসরাইলের পতনের বিষয়টি আমরা সবাই দেখতে পাচ্ছি।

নাইজেরিয়ার এই মুসলিম নেতা আরও বলেছেন, আজ এত রক্ত ঝরানোর পর আল্লাহর ইচ্ছায় গাজা বিজয়ী হবে এবং তার পরে ফিলিস্তিন বিজয়ী হবে এবং আমরা শীঘ্রই আল-আকসা মসজিদে আমাদের নামাজ আদায় করব।