ইসরাইলের সুবিধার্থে ৭০ বছর পর আকাশসীমা খুলে দিচ্ছে সৌদিআরব
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ‘এয়ার ইন্ডিয়ার বিমান যাতে সরাসরি তেল আবিবে আসতে পারে, সে জন্য নিজেদের আকাশসীমা খুলে দিতে রাজি রয়েছে সৌদি প্রশাসন। সৌদির এমন সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিলনা বলেই চলে। গত ৭০ বছর ধরে নিজেদের আকাশসীমার মধ্যে ইসরাইলি বিমানকে ঢুকতে দেয়নি রিয়াদ। আকাশসীমা খুলে দেয়ার বিষয়টা যদিও সরকারিভাবে স্বীকার করেনি রিয়াদ। আবার অস্বীকারও যে করা হয়েছে, এমনটাও নয়।
এত দিন মুম্বাই ও তেল আবিবের মধ্যে সপ্তাহে চার দিন করে বিমান চলত। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমতি না থাকায় বিমানগুলিকে ইথিওপিয়া হয়ে ঘুরপথে যাতায়াত করতে হত। কূটনীতিবিদদের একাংশের ধারণা, আকাশসীমা খুলে হয়তোবা ভারতকেও সুসম্পর্কের একটা বার্তা দিল সৌদি প্রশাসন।