অর্থনৈতিক মন্দায় রাশিয়া, দারিদ্রতা বাড়ছে বছরে ২০ শতাংশ হারে
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: বড় ধরনের সংকট যাচ্ছে রাশিয়ার অর্থনীতিতে। পরিসংখ্যান অনুসারে, গত নয় বছরের মধ্যে এটা সবচেয়ে মারাত্মক। দারিদ্র্য সীমার নিচে বাস করছে দেশটির বিশাল একটি জনগোষ্ঠি। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সংগ্রাম করতে হচ্ছে রুশদের।
রাশিয়া সরকারের তথ্য অনুসারে, বর্তমানে দেশটির প্রায় দুই কোটি জনগণের আয় রুশ মুদ্রায় নয় হাজার ৪৫২ রুবলের কম। অর্থাৎ তাদের মাসিক আয় ১৩৯ ডলারের কম, যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার মতো। এ তথ্য মতে, প্রতি বছর রাশিয়াতে বাড়ছে ২০ শতাংশ দরিদ্র। ২০১৪ সালে দেশটিতে দরিদ্রের সংখ্যা ছিল ১ কোটি ৬১ লাখ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ, তেলের মূল্য পড়ে যাওয়াসহ আরো নানা কারণে সংকটে পড়েছে জ্বালানি নির্ভর অর্থনীতির এই দেশটি। আর এ কারণে উল্লেখযোগ্য হারে কমে গেছে জনগণের ক্রয় ক্ষমতা। ২০০০ সালে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর দেশটিতে দারিদ্র্য সীমার নিচে বাস করতো ২৯ শতাংশ মানুষ। সে তুলনায় বর্তমান দারিদ্র্য সূচকে অবশ্য এর পরিমাণ কমে এসেছে।
রাশিয়ার ক্রমবর্ধমান দারিদ্র্য সমস্যা সৃষ্টি করেছে পুতিনের জন্য। তার প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দশকে তেলের মূল্য বেশি থাকায় প্রবৃদ্ধিও বেড়েছিল রাশিয়ার জনগণের। এর সাথে সাথে জনপ্রিয়তা বেড়েছিল পুতিনেরও। কিন্তু ২০১৫ সালে জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমে যায় ৩.৭ শতাংশ। এর ধারা এখনো অব্যাহত আছে।
গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় দারিদ্র্যের হার বাড়ছে বলে সতর্ক করে দিয়েছিল বিশ্বব্যাংক। অবসরপ্রাপ্তসহ সমাজের বিভিন্ন শ্রেণির আয় কমে যাওয়ায় অর্থনীতির এ সংকট সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছিল সংস্থাটি। এর সাথে একমত পোষণ করেছেন রাশিয়ার প্রধামন্ত্রী দিমিত্রি মেদভেদেভও। চলতি বছরের জানুয়ারিতে তিনি জানান, ক্রমবর্ধমান দারিদ্র্য অর্থনৈতিক সংকটের সবচেয়ে বেদনাদায়ক ফলাফলের একটি।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ায় মজুরির হার কমেছে ৬.৯ শতাংশ এবং খুচরা বিক্রির পরিমাণ কমে গেছে ৫.৯ শতাংশ। ২০১৮ সালের আগে রাশিয়ার অর্থনীতিতে উন্নয়নের কোনো আশাও করছে দেশটির অর্থনৈতিক সংস্থাগুলো।