অতীতের চেয়ে আমি এখন অনেক সতর্ক: হাসিনা
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি সরকার পরিবর্তন হয় এবং সে সরকারের যদি দেশপ্রেম না থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু বন্ধ করে দিতে পারে, তাই অতীতের চেয়ে এখন আমি অনেক সতর্ক।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।
এর আগে উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ পরে বিএনপির আমলে বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৯৬ সালে তার সরকার ক্ষমতায় আসার পর ‘অনেক মেধাবীকে’ গবেষণার জন্য বিদেশে পাঠিয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ‘অনেকের গবেষণার মাঝপথে’ তা বাতিল করে দেয়।
গবেষণা যাতে কেউ বন্ধ করতে না পারে সেজন্য বঙ্গবন্ধু ফেলোশিপকে ট্রাস্ট ফান্ডে রূপান্তর করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে-বিদেশে বিজ্ঞান বিষয়ে উচ্চতর লেখাপড়া ও গবেষণার জন্য বঙ্গবন্ধু ফোলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং গবেষকদের বিশেষ অনুদান দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৬ সালের ফোলোশিপ ও অনুদানের চেক তুলে দেন।